Wb school service commission. পশ্চিমবঙ্গ কেন্দ্রিয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যামে মাধ্যামিক ও উচ্চ মাধ্যামিক স্কুলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অনলাইন শুরু হয়েছে ১৬ জুন থেকে। নবম থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুলের বেলায় ২৩, ২১ ২টি আর একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলের বেলায় ১২, ৫১ ৪টি শূন্য পদের জন্য (2nd SLST)র মাধ্যামে অন লাইন আবেদন শুরু হয়েছে ১৬ জুন থেকে। আবেদনের শেষ তারিক কত? কারা কোন পদের জন্য যোগ্য। কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করবো।
west bengal school service commission eligibility criteria. Admit Card, Result. ৩৫৭২৬ জন শিক্ষক নিয়োগ। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যেসব শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে, তাদের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক এই পোস্টে সরবরাহ করা হয়েছে। এছাড়াও, নির্দিষ্টভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চাইলে, নিচের লিঙ্কে ক্লিক করুন। ssc Result দেখার জন্য ব্যবহারকারীকে অফিসিয়াল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হবে, যেখানে রেজাল্ট চেক করা সম্ভব হবে।

নবম শ্রেণি ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে কারা আবেদন করতে পারবে।
বাংলা, হিন্দি, ইংরেজি, তেলেগু, নেপালি, উর্দু, অঙ্ক, ইতিহসা, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভুগল এই সব বিষয়ে যেকোনো শাখাই গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অন্তত ৫০ শতাংশ নাম্বার থাকতে হবে। তবেই সংশ্লিষ্ট বিষয়ে আবেদন করতে পারবে। উপরের সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের বেলায় অর্থাৎ তপশীলি জাতি, তপশীলি উপজাতি, ও বি সি আর প্রতিবন্ধি প্রার্থীদের ৫% ছাড় রয়েছে। পাস কোর্স বা অনার্স ডিগ্রি কোর্সে গ্রাজুয়েশন যাদের ৫০ শতাংশ নেয় কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ৫০ শতাংশ নাম্বার আছে যাদের তার আবেদন করতে পারবে। এন সি টি ই-র স্বীকৃত প্রতিস্থান থেকে ৪ বছরের ডি এড বা বি এসসি এড কোর্সে পাস হলেও আবেদন করতে পারবে।
উপরের সব বিষয়ের ক্ষেত্রে ন্যাশনাল কউন্সিলিং ফর টিচার্স এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি এড কোর্স পাস হতে হবে। এবং বি এড কোর্সে যারা সফল হয়নি তারা আবেদন করতে পারবেন না।
West bengal school service commission eligibility criteria. একাদশ ও দ্বাদশ শ্রেনির সহ শিক্ষক- সহ শিক্ষিকা কারা নয়গ হতে পারবেন।
West bengal school service commission eligibility criteria. যে সব বিষয়ের এর জন্য শিক্ষক নিয়োগ হবে সেইগুলি হল- বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, ইতিহাস, ভুগল, রাষ্ট্র বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, কমার্স, সংস্কৃতি, এডুকেশন, ইকনমিক্স, ইনভাইরনমেন্তাল, ফিলজফি, ফিজিক্যাল এডুকেশন, জিওলজি, সোসিওলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, অ্যাকাউন্টিং, সংস্কৃতি ও ঐতিহ্য, নেপালি, আরবি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, হোম সাইন্স, ইতাদি বিষয় গুলিতে মোট আন্তত ৫০ শতাংশ পেয়ে যেকোনো শাখার পোস্ট গ্র্যাজুয়েট পাস করা ছেলেমেয়েরা সংশ্লিষ্ট বিষয়ে আবেদন করতে পারবেন। উপরের সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের বেলাই অর্থাৎ তপশীলি জাতি, তপশীলি উপজাতি, ও বি সি আর প্রতিবন্ধি প্রার্থীদের ৫% ছাড় পাবে। উপরের সব বিষয়ের ক্ষেত্রে ন্যাশনাল কউন্সিলিং ফর টিচার্স এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি এড কোর্স পাস হতে হবে। বি এড কোর্স এ উত্তীর্ণ হতে পারেনি তারা আবেদন করতে পারবে না।
Wb school service commission. একাদশ ও দ্বাদশ শ্রেনির সহ শিক্ষক- সহ শিক্ষিকা বয়সের সময়সীমা।
উপরের সব পদের আবেদন কারার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ০১/০১/২০২৫ হিসাবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে। তপশীলি জাতি, তপশীলি উপজাতি ৫ বছরের জন্য ছাড় পাবে। ও বি সি ৩ বছরের জন্য ছাড় পাবে আর প্রতিবন্ধি প্রার্থীরা ৮ বছর বয়সের ছাড় পাবে। চাকরি হারা প্রার্থীরা যথারীতি বয়সের ছাড় পাবে। তবে চাকরি হারা অযোগ্য প্রার্থীদের বয়সের ছাড়ের কথা কোন উল্লেখ নেয়। বাংলা মাধ্যম স্কুলে সাধারণত পড়াতে হবে। আরও বিস্তারিত জানতে ডাউনলোড করুন পত্রিকা।
West bengal school service commission – Admit card download কিভাবে ডাউনলোড করবেন?
Wbssc এর লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। লিখিত পরীক্ষার সিলেবাস ওয়েবসাইট এ পেয়ে যাবেন। Admit card download করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট www west bengal school service commission ভিজিট করতে হবে তারপর সেখানেই Admit card download ডাউনলোড করার অপশন দেওয়া থাকবে আপনার সঠিক তথ্য প্রদান করে অ্যাডমিট কার্ড টি ডাউনলোড করে নিতে পারবেন। এবং আমাদের এই প্রতিবেদনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশন দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন।
West bengal school service commission -এর নিয়োগ পরীক্ষা কিভাবে হবে।
প্রার্থী বাছাই করবে West bengal school service commission, 2nd SLST IX-X And XI-XII, ২০২৫ এর মাধ্যামে। প্রার্থী বাছায়ের জন্য মোট ১০০ নাম্বার এর পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষাই থাকবে ৬০ নাম্বার ও শিক্ষাগত যোগ্যতাই থাকবে ১০ নাম্বার। পড়ানোর অভিজ্ঞতার জন্য থাকবে ১০ নাম্বার। এন্টারভিউ এর জন্য থাকবে ১০ নাম্বার। লেকচার ও ডেমোনইস্ত্রেসনের জন্য থাকবে ১০ নাম্বার। ৬০ নাম্বার পরীক্ষাই ৬০ টি মাল্টিপলচয়েস প্রশ্ন। কোন ও নেগেতিভে নাম্বার নেয়। প্রতিটা প্রশ্নের মান ১ নাম্বার করে এবং সময়সীমা থাকবে এক ঘণ্টা।
West bengal school service commission আবেদন প্রক্রিয়া।
প্রথমে আবেদন করার জন্য http://www.westbengalssc.com/ এই ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং আবেদন করার জন একটি ভ্যালিড ই মেইল আইডি ও মোবাইল নাম্বার এর দরকার। সাথে এক কপি ফটো ও সিগনেচার লাগবে। ফটো ও সিগনেচার এর সাইজে হতে হবে ১০-৩০ কে বি।
West bengal school service commission Result 2025.
লিখিত পরীক্ষার wbssc Result ফল বের হবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউ হবে নভেম্ববরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে। চূড়ান্ত ফল বেরবে ২৪ নভেম্ববর। কাউন্সিলিং শুরু হবে নভেম্ববর ২৯ তারিক। বিস্তারিত তথ্য জানতে অফসিয়াল ওয়েবসাইট home page ভিজিট করুন।
Wb school service commission এর বিষয়ের নাম | মোট শূন্যপদ (Wb school service commission) |
বাংলা বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৩০২৪ টি |
ইংরেজি বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৩৩৩৬ টি |
হিন্দি বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৮৭১ টি |
উর্দু বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ১৮৪ টি |
নেপালি বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ১৭ টি |
তেলেগু বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৬ টি |
অঙ্ক বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৩৯২২ টি |
ইতিহাস বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ২১৪৯ টি |
ভুগল বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ১৮৪০ টি |
জীবন বিজ্ঞান বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৩৯১১ টি |
ভৌত বিজ্ঞান বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৪৩৫২ টি |
প্রতিটা বিষয়ের আবার ক্যাটাগরি অনুরাসে পদ ভাগ করা রয়েছে। আরও বিস্তারিত জানতে ডাউনলোড করুন ২১/০৬/২০২৫ কর্মসংস্থান পত্রিকা। ডাউনলোড করুন।
Wb school service commission এর বিষয়ের নাম | মোট শূন্যপদ (Wb school service commission) |
বাংলা বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৩৯০ টি |
ইংরেজি বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৫৯৪ টি |
অ্যাকাউন্টেন্সি বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ১৭৮ টি |
এগ্রিকালচারাল বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ১ টি |
অ্যাগ্রনমি বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৪০ টি |
এন্থ্রপলজি বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ১২ টি |
আরবি বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৩১ টি |
বায়োলজিক্যাল সাইন্স বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৯১৯ টি |
কেমিস্ট্রি বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ১১৯৪ টি |
কমার্স বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৬২২ টি |
কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ২৬৩ টি |
কম্পিউটার সায়েন্স বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ২১৫ টি |
ইকোনমিক্স বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৫০৬ টি |
এডুকেশন বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ১১৪৭ টি |
ইনভারমেন্টাল স্টাডিজ বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৪৩ টি |
ভুগল বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৪৬৩ টি |
হিন্দি বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৩৩ টি |
ইতিহাস বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৫৭২ টি |
হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৮১ টি |
হোম সায়েন্স বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ১ টি |
মিউজিক বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৩২ টি |
নেপালি বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ১ টি |
নিউট্রিশন বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ২৭৩ টি |
পার্সি বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ১ টি |
ফিজিক্যাল এডুকেশন বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ১৬ টি |
পলিটিকাল সাইন্স বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ১৩৭৩ টি |
জিওলোজি বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ২২ টি |
সংস্কৃত বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৫০২ টি |
সাঁস্তাড়া বিষয় বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৪৩ টি |
স্ট্যাটিস্টিকস বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ১৯ টি |
ভিজুয়াল আর্ট বিষয় বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ১ টি |
সোসিওলজি বিষয়ে মোট শূন্যপদ রয়েছে। | ৮২ টি |
Wbssc এর আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারেন। Wbssc. Admit Card, Result এই প্রতিবেদনটি আপনাদের সুবিধারতে আমরা উপস্থাপন করেছি যদি কোন বিষয়ে কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেক্সনে জানাতে ভুলবেন না। Admit Card download এর সক্রিয় ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে।