Today karmasangsthan Paper 28/06/2025 আজকের কর্মসংস্থান পত্রিকা। ২৮/০৬/২০২৫ তারিকের কর্মসংস্থান পত্রিকার শিরোনামগুলি গুলি নিয়ে আলোচনা করবো এবং কি কি পদের জন্য প্রস্তুতি নিবেন তা নিয়ে আলোচনা করবো। ১) রেলের নিয়োগ ২) বীমা সংস্থানে নিয়োগ ৩) কেন্দ্রিয় সরকারে নিয়োগ ৪) প্রসার ভারতিতে নিয়োগ। এই চারতি বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং সমস্ত চাকরির বিস্তারিত তথ্য পেয়েজাবেন কর্মসংস্থান পত্রিকাই এই পত্রিকার ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
Today karmasangsthan Paper 28/06/2025 এর প্রথম শিরোনাম, কোলকাতা ও মালদা- সহ ২০টি রেল রিক্রুট বোর্ডের মাধ্যমে নিয়োগ।

কলকাতা, শিলিগুড়ি, মালদা,রাচি, চেন্নাই, গুয়াহাটি, পাটনা, আমেদাবাদ, এলাহাবাদ, বাঙ্গালুরু, ভুবেনেস্বার, বিলাস পুর, মুম্বাই, সেকেন্দারাবাদ, মজাফরপুর, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভুপাল, গরাক্ষপুর, তিরিবন্তপুরম রিকুইরমেন্ট বোর্ডের মাধ্যমে ১৭ টি জনে ২১ টি রেলওয়ে রেক্রট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড ৩ ও টেকনিশিয়ান গ্রেড। সিগন্যাল পদে ৬০,১৮০ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে।
কারা কোন পদের জন্য যোগ্য; টেকনিশিয়ান গ্রেড-১ সিগন্যালঃ- ফিজিক্স, ইলেক্ট্রোনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেসন টেকনোলজি, ইন্সট্রুমেন্টেশন ডিগ্রি কোর্সে পাস করা প্রার্থীরা যোগ্য বলে গণ্য হবে।বিস্তারিত জানতে কর্মসংস্থান পত্রিকা ডাউনলোড করুন এবং ভালভাবে বুঝেনিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
বীমা সংস্থায় ২৬৬ টি অফিসার নিয়োগ।
কেন্দ্র সরকারের অধীন সংস্থা ন্যাশনাল ইন্সুরান্স কম্পানি লিমিটেড -এ ২৬৬ জন ছেলেমেয়ে নেওয়া হবে এবং যোগ্যতা- যে কোন শাখাই গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে অন্তত ৬০ শতাংশ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে তারাই আবেদন করতে পারবেন এবং তপসিলি জাতির জন্য ৫৫ শতাংশ
কেন্দ্রীয় সরকারের ৮ হাজার ক্লার্ক ও অপারেটর নিয়োগ।
- কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ ও দফতরে কাজের জন্য লয়ার ডিভিশনে ক্লার্ক জুনিয়ার সেক্রেটারি ও আসিস্টান্ড এবং ডাটা অপেরাটর পদে কয়-এক হাজারা ছেলেমেয়ে নেওয়া হচ্ছে।
- যেকোনো শাখাই উচ্চ মাধ্যামিক পাস করা ছেলেমেয়েরা কম্পুটের টাইপিং স্পীড মিনিটে ৩৫ শব্দ।
Today karmasangsthan Paper 28/06/2025 আজকের কর্মসংস্থান পত্রিকা।
- প্রসার ভারতীতে ৩৫ কর্মী নিয়োগ চলছে। বিস্তারিত জানতে কর্মসংস্থান পত্রিকাই নজর রাখুন। ডাউনলোড করুন
- প্রতিরক্ষা সংস্থায় ১৩৫ চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। কর্মসংস্থান পত্রিকাই বিস্তারিত।
- কলকাতার সি এস আই আর ন্যাশনাল আরস্পেস লাবরেটরি তে টেকনিশিয়ান পদে ৮৬ জন লক নিচ্ছে।
আপনি যেকোনো খবরের কাগচের দোকান থেকে কিনে নিতে পারেন।
বাজার মূল্য প্রাই ৫ টাকা করে।
Go to www.karmasangsthanpaper.com
It is a weekly job update paper.
Very simple way you can buy from lokal market or if want it download on your device then you can download freely. Also you can download this from our website.
First Go To Direct PDF Downloads Offers a “Download Now” and get update jobnews.